Adobe Illustrator
Adobe Illustrator হচেছ এডোবি ইন করপোরেশনের তৈরী একটি চমৎকার গ্রাফিক্স সফটৃওয়্যার । গ্রাফিক্স বলতে বিভিন্ন ধরনের তথ্য, ছবি বা অন্যান্য বিষয়সমুহের ভিজ্যুয়াল উপস্থাপনাকে বোঝানো হয় । গ্রাফিক্সকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় । যথা:- স্থির গ্রাফিক্স এবং চলমান গ্রাফিক্স । স্থির গ্রাফিক্সকে আবার দুই ভাগে ভাগ করা যায় । যথা:- Ruster Graphics এবং Vector Graphics । ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেলের দ্বারা গঠিত গ্রাফিক্সকে বিটম্যাপ বা রাষ্টার গ্রাফিক্স বলা হয় । গাণিতিক ও জ্যামিতিক বিন্দু, রেখা, বক্ররেখা তথা ভেষ্টর পদ্ধতিতে তৈরী গ্রাফিক্সকে ভেষ্টর গ্রাফিক্স বলে । Adobe Illustrator প্রোগ্রামটি ভেষ্টর গ্রাফিক্স তৈরীর অন্যতম একটি সফটৃওয়্যার । Created By : Anowar Sir
No comments